×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৭
  • ৫৭ বার পঠিত
এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯২ জন ডেঙ্গু রোগী। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

অধিদপ্তরের হিসাবে, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৮ জন, চট্টগ্রামে ১১৮ জন এবং অন্যান্য জেলায় ৩৬ জন রয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ১৮৯ জনে। তাদের মধ্যে ৬০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকা মহানগরে ৪৩০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৩১৪ জন রয়েছে।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বরগুনা ও নরসিংদী জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের ৩৯.০৫ শতাংশ ঢাকা মহানগর এবং ৬০.৯৫ শতাংশ ঢাকার বাইরের। মৃত ব্যক্তিদের মধ্যে ৭২ শতাংশ ঢাকা এবং ২৮ শতাংশ ঢাকার বাইরের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৮.৯ শতাংশ নারী এবং ৬১.১ শতাংশ পুরুষ।

মৃত ব্যক্তিদের মধ্যে ৫১.৭ শতাংশ নারী এবং ৪৮.৩ শতাংশ পুরুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat