×
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৬০ বার পঠিত
সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষরা ত্রাণের জন্য হাহাকার করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। আজ সোমবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বন্যা দূর্গতদের পর্যাপ্ত ত্রাণের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, আজ চাল ও খাবারের জন্য হাহাকার করছে সিলেট নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়বাসী। কারণ সবই তো তলিয়ে গেছে।

খাবার পাবে কোথায়, পৌঁছাবে কি করে? আজ বানভাসি ৫০ লাখ মানুষ সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনায় পানিবন্দী। তাদের জনপ্রতি ত্রাণের পরিমাণ এক টাকা-দেড় টাকা। আর পদ্মাসেতুর বিচিত্রা অনুষ্ঠানে পদ্মাসেতুর ফাংশানে ভারত থেকে আসা মিমি চক্রবর্তী নাসের শিল্পী একাই পাবেন তিন কোটি টাকা।  
রিজভী বলেন, ‘এই অসময়ে বন্যা? এটার কারণ যে আপনি (প্রধানমন্ত্রী) এবং আপনার সরকার। সেটা কি একবার আয়নার সামনে নিজেকে দেখেছে যে এর জন্য কে দায়ী? আমরা জানি, রাষ্ট্রের একজন প্রধান কর্তার আত্বীয়-স্বজন অপরিকল্পিতভাবে হাওড়ে বাঁধ দিয়েছে। অপরিকল্পিতভাবে তারা এখানে রাস্তায় বানিয়ে গেছে। সেটা রাষ্ট্রপতির রাস্তা তাই এখানে কিছু বলা যাবে না। অথচ এই অপরিকল্পিত বাঁধের জন্য আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ৫০-৬০ লাখ লোক পানিবন্দী জীবন পার করছে। চারিদিকে শুধু পানিতে থৈ থৈ করছে-খাবার কোথায় পায়?’

তিনি বলেন, ‘গোটা সিলেট, সুনামগঞ্জ রীতিমতো বন্যার পানিতে ভাসছে। আর আপনি (প্রধানমন্ত্রী) পদ্মা সেতু দেখে আনন্দে আত্মহারা হয়ে ভাসছেন। পদ্মা সেতুর ভেল্কিবাজির দিকে জনগণের চোখকে নেওয়ার চেষ্টা করছেন। জনগণ জানে যে, আপনি তাদের সঙ্গে তামাশা করছেন, আপনি মস্করা করছেন, একটা ভেল্কিবাজি দেখাচ্ছেন। ’

রিজভী বলেন, ‘এমনিতে এখন চরম মুদ্রাস্ফীতি চলছে দেশে। সরকারি পরিসংখ্যান মতে ৭ দশমিক ৪২ শতাংশ মুদ্রাস্ফীতি। আর খাদ্যপণ্যে মূল্যস্ফীতি আরো বেড়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধি মানে আমাকে আরো বেশি দাম দিয়ে খাবার কিনতে হবে। আমি এক শ টাকা দিয়ে খাবার কিনলে সেটা 
এখন কিনতে হবে প্রায় দেড় শ টাকা দিয়ে। ’ 

তিনি বলেন, ‘এই পরিস্থিতির জন্য কে দায়ী? এর জন্য আপনি ও আপনার সরকারই দায়ী। অন্য কেউ দায়ী না। জনগণকে ক্ষুধায় অনাহারে পানিতে ডুবিয়ে আপনি ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখবাবেন। আর আপনি মনের আনন্দে প্রধানমন্ত্রীত্ব করবেন এটা এদেশের মানুষ আর মেনে নেবে না, এটা আর মানুষ সহ্য করবে না। ’

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সিলেট-সুনামগঞ্জসহ বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat