শুধু গবেষণা করার জন্য গবেষণা ও উদ্ভাবনধর্মী ক্যাম্পাস তৈরি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজধানীর পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জায়গা ও কক্সবাজারে এই ক্যাম্পাস তৈরি করা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বাংলা টেক্সট সিমিলারিটি নির্ণয়ের জন্য প্রস্তুতকৃত dubd21 সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের এখন একটি বড় কাজ হবে বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করা গবেষণা ও উদ্ভাবনে৷ সেই কারণে গবেষণা ও উদ্ভাবনধর্মী একটি ক্যাম্পাস তৈরি করা হবে।
যেখানে শুধু গবেষণা পরিচালিত হবে। বায়ো-সায়েন্স, ফার্মেসি, সায়েন্স, আর্টস, হিউম্যাটিনিস সব কিছুর গবেষণা হবে।
তিনি আরো বলেন, আমাদের এখন অত্যাধুনিক ল্যাব থাকা দরকার। কারণ, ১৯২১ সালে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সঙ্গে সহায়ক ল্যাব তৈরি করা হয়েছিল। সেই ল্যাবগুলোকে মানসম্পন্ন এবং মৌলিক গবেষণা ও উদ্ভাবনের জন্য উপযোগী করতে হবে। সেটির জন্যই পূর্বাচল ও কক্সবাজারে শিক্ষা ও ক্লাসরুমভিত্তিক পঠন পাঠন নয় শুধু গবেষণা ও উদ্ভাবনের জন্য ক্যাম্পাস তৈরি করা হবে।
এ জাতীয় আরো খবর..