×
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৮
  • ৭২ বার পঠিত
সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। চার ঘণ্টার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন শেষে রোববার রাতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার দুপুরে একই দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে নিউ মার্কেট, নীলক্ষেতে ঘুরে সাইন্সল্যাবরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোটা বাতিলের দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

গতকাল বিকেলে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat