×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ১৬৬ বার পঠিত
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা সাতটা ১৩ মিনিটে অনুভূত হওয়া মাঝারি মাত্রার ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ মাত্রা।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে মাওলাইক শহরে।

তবে ভারতের ভূমিকম্প বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫.৬ মাত্রার। এর গভীরতা ছিল ১১০ কিলোমিটার।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৫.৪ মাত্রার। এর উওৎপত্তিস্থল মিয়ানমারের মাওলেইক শহর থেকে ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। এর গভীরতা ছিল ৯৪.৭ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat