×
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৮
  • ৪৭ বার পঠিত
জার্মান সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে স্টুটগার্টকে ৪-৩ ব্যবধানে হারিয়ে  নতুন মৌসুমের সূচনা করল বায়ার লেভারকুসেন। স্টুটগার্টের বিপক্ষে ২-২ গোলের সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে স্টুটগার্টকে হারিয়ে শিরোপা জিতেছে জাবি আলোনসোর দল।

বে অ্যারেনাতে ১১ মিনিটের মাথায় লেভারকুসেনকে এগিয়ে দেন ভিক্টর বনিফেস।

৪ মিনিট পর স্টুটগার্টকে সমতায় ফেরান এনজো মিলট। ৩৭ মিনিটে লেভারকুসেনের মার্টিন টরিয়ের লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে তাদের। 
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ডেনিজ উনদাভের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। এরপর লেভারকুসেন যখন হারের অপেক্ষায় তখন ৮৮ মিনিটে প্যাটট্রিক শিকের গোলে সমতায় ফেরে তারা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে লেভারকুসেন।
পেনাল্টি শুটআউটে নিজেদের ৪ শটের সবকয়টিই জালে জড়িয়েছে লেভারকুসেন। নিজেদের ৫ শটের দুটি মিস করেছে স্টুটগার্ট।

আর এতেই শিরোপা জয়ের আনন্দে ভাসে জাভি আলোনসোর দল। নিজেদের ইতিহাসের পঞ্চম শিরোপা জিতল লেভারকুসেন, এর তিনটিই এলো জাভির অধীনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat