×
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৭১ বার পঠিত
শনিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত শহরের শঙ্করপাশা এলাকার দুটি মাছ ধরার ট্রলার ও ইন্দুরকানী উপজেলার সাউদখালী গ্রামে পাঁচটি ট্রলার ডুবে যায়।

জেলেদের স্বজনরা জানান, গত বুধবার পিরোজপুর থেকে শতাধিক ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটা, মহিপুর, কটকা এলাকায় নোঙর করা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে বৃহস্পতিবার তারা মাছ ধরতে গভীর সমুদ্রে যান। শুক্রবার থেকে তাদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সাতটি ট্রলারের শতাধিক জেলে নিখোঁজ থাকায় তাদের পরিবারে চলছে মাতম।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী বলেন, ‘গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সাতটি ট্রলার ঝড়ের কবলে পড়ে। জেলেদের খোঁজ নিতে আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছি এবং আশপাশের বন্দরগুলোর সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat