অন্তর্বর্তীকালীন সরকারে ফারুক-ই-আজম (বীরপ্রতীক) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন তিনি।
মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় থেকে ফারুক-ই-আজমকে একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা ২৪টি নেমে এলো।
গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন।
তারপর রবিবার (১১ আগস্ট) আরো দুই উপদেষ্টা শপথ নেন। ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি।
এ জাতীয় আরো খবর..