অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছেন গতকাল রাতে। আজ (শুক্রবার) দুপুরে অন্তর্বর্তীকালীন এই সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক।
বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। ছাত্র-জনতার অভ্যূত্থানে হাসিনা দেশ ছেড়ে পালানোর পর য়ংক্রীয়ভাবেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বাংলাদেশের মন্ত্রিসভা। তারই ধারাবাহিকতায় শূন্য হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। সেই পদে ছিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
আজ প্রজ্ঞাপন জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন করা হয়। সেখানে ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদকে ক্রীড়া দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়।
এ জাতীয় আরো খবর..