১৭৪ রানের লক্ষ্য দিয়ে ১৩৪ রানের জয়ে উগান্ডাকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে ৩৯ রানে গুটিয়ে দিতে মাত্র ১১ রান দিয়ে একাই ৫ উইকেট নেন আকিল হোসেন। এমন বোলিংয়ে রেকর্ড গড়েছেন এই বাঁহাতি স্পিনার। বিশ্বকাপে উইন্ডিজের কোনো বোলারের প্রথম ৫ উইকেট এটি।
আকিল ছাড়িয়ে যান ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নেওয়া স্যামুয়েল বাদ্রিকে।
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এখন আকিল। নিজের এমন সফলতার কারণ জানাতে 'বন্ধু' সুনিল নারিনকে কৃতিত্ব দিলেন তিনি। আকিল বলেন, 'আমি অনেক পরিশ্রম করছি।
বিশ্বকাপে আসার আগে আমরা ক্যাম্প করেছি। সুনিল নারিনের সঙ্গেও অনেক কাজ করেছি আমি। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু।'
প্রতিপক্ষকের এমন নাকাল করার পেছনে সবচেয়ে বেশি কাজে লেগেছে আকিলের বোলিংয়ের ড্রিফট স্কিল।
উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকলেও বলে ড্রিফট করিয়ে বেশিরভাগ উইকেট নেন তিনি। তাকে নিয়ে ব্যাটারদের যে পরিকল্পনা থাকে, সেখান থেকে এগিয়ে যেতে সবসময় কাজ করে যাচ্ছেন আকিল।
এই বাঁহাতি স্পিনার বলেন, 'এটা স্রেফ ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার ব্যাপার। এখানে নিজের কাজ দিয়ে কেউ সাফল্য পেতে শুরু করলে, আমরা জানি যে, খেলাটি এতটাই বিকশিত হয়েছে যে ব্যাটসম্যানরা আপনার সম্পর্কে জানতে শুরু করবে। তারা আপনাকে নিয়ে পরিকল্পনা করবে।
তাই নিজেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করতে হবে।'
এ জাতীয় আরো খবর..