×
সদ্য প্রাপ্ত:
যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৩৮ ট্রিলিয়ন ডলার, মাথাপিছু ১ লাখ ১১ হাজার এবার আওয়ামী লীগে যোগ দান করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম এক দশকের মধ্যে দেশে দৈনিক সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চলতি বছরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াত নেতারা বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর : নাহিদ বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হতে পারে: ফুয়াদ রাজধানীর বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল ভারতের রাষ্ট্রপতি বহনকারী হেলিকপ্টার অবতরণের পর হেলিপ্যাডে ধস
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৩৪ বার পঠিত
গত মৌসুমে একদম শেষ দিনে গিয়ে শিরোপা নির্ধারণ হয়েছিল সিরি ‘আ’তে। নিজ নিজ ম্যাচে প্রত্যাশিত জয় পাওয়ায় এসি মিলান ও ইন্টার মিলান এক ও দুইয়ে থেকে লিগ শেষ করেছে। কিন্তু শেষ ম্যাচে যদি মিলান ড্র করত এবং ইন্টার জয় পেত, তখনই নানা হিসাব-নিকাশ হাজির হতো। তখন দেখা হতো মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে। সেখানে যদি দুই দল সমতায় থাকত, তখন দেখা হতো, মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে কে এগিয়ে। এতেও সমাধান না মিললে একে একে গোল ব্যবধান, গোল করা এবং ড্র করায় কারা এগিয়ে, সেটা দেখা হতো।

এমন কঠিন সব হিসাব থেকে মুক্তির সহজ পথ বেছে নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। যদি লিগের শেষ ম্যাচের পরও শীর্ষ দুই ক্লাবের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে প্লে-অফ আয়োজন করে শিরোপা নির্ধারণ করা হবে।

সিরি আ’র ক্লাবগুলোর কাছ থেকে অনুমোদন পেয়েই এই ঘোষণা দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। গত মৌসুম পর্যন্ত লা লিগার মতো মুখোমুখি লড়াই (হেড-টু-হেড) বিবেচ্য হতো। গত মৌসুমে শেষ ম্যাচে মিলান ড্র করলেও অবশ্য শিরোপা জিতত। কারণ, মুখোমুখি লড়াইয়ে মিলানই এগিয়ে ছিল গতবার।

এ মৌসুম থেকে সে নিয়ম আর কার্যকর হবে না। এবার যদি এক ও দুইয়ে থাকা দলগুলোর পয়েন্ট সমান হয়, তবে দুই দলকে একটি প্লে-অফ খেলতে হবে। ৯০ মিনিটের খেলায় কোনো দল জিততে না পারলে আর অতিরিক্ত সময়ে ম্যাচ গড়াবে না। সরাসরি পেনাল্টি শুটআউটে মীমাংসা হবে শিরোপার।

এ তো গেল শিরোপার মীমাংসার হিসাব। কিন্তু লিগ টেবিলে অন্য কিছু অবস্থানও শিরোপার মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন চতুর্থ দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়, ওদিকে পঞ্চম দলকে খেলতে হয় ইউরোপা লিগ। আবার ১৭তম দল লিগে টিকে থাকে, কিন্তু ১৮তম দল অবনমিত হয়। আর লিগে কোন ক্লাবের অবস্থান কোথায়, এর ওপর নির্ভর করে অর্থ মূল্যও তো আছে। এসব ক্ষেত্রেও তো পয়েন্ট সমান থাকা দুই ক্লাবের মধ্যে ব্যবধান গড়ে দিতে হবে।

এসব ক্ষেত্রে প্লে-অফ ম্যাচ আয়োজন করা হবে না। আগের মতোই মুখোমুখি লড়াই বিবেচ্য হবে। তবে ২০০৫-০৬ মৌসুমের আগে শুধু শিরোপা নয়, অবনমন বা ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলার যোগ্যতার ক্ষেত্রে সমান পয়েন্টে থাকা সব দলকেই প্লে-অফ খেলার সুযোগ দেওয়া হতো।

ইউরোপের অধিকাংশ লিগেই সমতায় থাকলে গোল ব্যবধান আগে বিবেচ্য হয়। শুধু লা লিগা ও মাঝে কিছুদিন সিরি ‘আ’ মুখোমুখি লড়াইকে প্রাধান্য দিয়েছে। লা লিগায় মুখোমুখি লড়াই বেশ কটি শিরোপার মীমাংসা করে দিলেও ইতালিয়ান লিগে এমনটা দেখা যায়নি। অবশ্য ইতালিয়ান লিগে শেষ দিনে শীর্ষ দুই ক্লাবকে সমান পয়েন্ট পেতেই খুব কম দেখা গেছে। ১৯৬৪ সালে সর্বশেষ হয়েছিল এমন কিছু। সেবার প্লে-অফে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছিল বোলোনিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat