×
  • প্রকাশিত : ২০২০-১০-১৭
  • ১৫২ বার পঠিত

স্বাধীনবাংলা, খেলার সংবাদ:

ধাওয়ান দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় অপরাজিত ছিলেন ১৪ চার ছয়ের মারে ৫৮ বলে ১০১ রানে আর শেষ ওভারের নায়ক অক্ষর প্যাটেল ২১ রান করেন মাত্র বলে ১৯তম ওভারে মাত্র রান খরচ করেন স্যাম কারান সে ওভারেই আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান শারজা ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দিল্লি ক্যাপিটালসের সামনে ১৮০ রানের বিশাল লক্ষ্য বেধে দেয় চেন্নাই টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার স্যাম কুরানের উইকেট হারায় চেন্নাই এরপর ফ্যাফ ডু প্লেসি এবং শেন ওয়াটসন মিলে ৮৭ রানের জুটি গড়ে তোলেন ২৮ বলে ৩৬ রান করে আউট হয়ে যান ওয়াটসন

এদিকে, উইকেটে সেঞ্চুরি করে অপরাজিত এক ব্যাটসম্যান, অন্যজন এসেছেন মাত্রই প্রতিপক্ষকে শেষ ওভার থেকে করতে হবে ১৭ রান, একটি করে ওভার বাকি ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা এবং করন শর্মার মাঠে এখন দুজনই বাঁহাতি ব্যাটসম্যান যেকোনো অধিনায়ক চোখ বন্ধ করে শেষ ওভারটি তুলে দিতেন ব্রাভোর হাতে কিন্তু মহেন্দ্র সিং ধোনি করলেন অন্যটা, দুই বাঁহাতি ব্যাটসম্যানের সামনে শেষ ওভারে বোলিংয়ে ডাকলেন বাঁহাতি স্পিনার জাদেজাকে যা দেখে হয়তো মনে মনে খুশিই হয়েছিলেন দিল্লি ক্যাপিট্যালসের দুই বাঁহাতি ব্যাটসম্যান সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান মাত্রই উইকেটে আসা অক্ষর প্যাটেল কেননা শারজার ছোট মাঠে শেষ ওভারে ১৭ রানের লক্ষ্যটা পূরণ করতে বাঁহাতি স্পিনারের চেয়ে ভালো সুযোগ যে তারা আর পেতেন না

ম্যাচ শেষে ধোনি জানিয়েছেন আনফিট ছিলেন ব্রাভো, তাই বাধ্য হয়ে জাদেজাকে দিতে হয়েছিল শেষ ওভার আর এতেই শেষ হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের জয়ের আশাও জাদেজার করা শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে ২২ রান তুলেছেন অক্ষর ধাওয়ান, এক বল হাতে রেখেই দলকে এনে দিয়েছেন অসাধারণ এক জয়

চেন্নাইয়ের করা ১৭৯ রানের জবারে ১৯ ওভার শেষে দিল্লি ক্যাপিট্যালসের সংগ্রহ ছিল ১৬৩ রান জাদেজার করা শেষ ওভারে ২২ রান নিয়ে অবিস্মরণীয় জয় নিয়েই মাঠ ছেড়েছেন ধাওয়ান অক্ষর এর ফলে নয় ম্যাচে জয় নিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দিল্লি যদিও ১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা খুব একটা ভালো হয়নিবাংলাদেশ প্রতিদিন থেকে নেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat