×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৬৫ বার পঠিত
প্রকল্পে ঘুষদানকারীদের শক্তহাতে দমন করার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেছেন, ১০ টাকার প্রকল্পের কাজে ৩ টাকা, ৫ টাকা ঘুষ দিয়ে, বাকি ৫ টাকা দিয়ে কাজ করা চলবে না। এটা আপনাদের চোখে ধরা পড়তে হবে। এমন পরিস্থিতিতে পড়লে তাদের অত্যন্ত শক্ত হাতে দমন করার চেষ্টা করবেন।

বুধবার (১০ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।

আইএমইডি আবুল কাশেম মো. মহিউদ্দিন, বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. শোহেলের রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, কথায় কথায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো চলবে না। এটা ভালোভাবে মনিটরিং করতে হবে। কোনো প্রকল্পের মেয়াদ ও সময় বৃদ্ধির জন্য যখন আমার কাছে আসে, তখন আমি এগুলো সংশোধনের আগে আইএমইডি’র প্রতিবেদন দেখে ব্যবস্থা নিয়ে থাকে।

কোনোভাবেই কথায় কথায় সময় ও টাকা বাড়ানো চলবে না। 
দেখেশুনে প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেখেশুনে প্রকল্প নিতে হবে। সেই জন্য আমরা কাজ করছি। আমি সব সময় আইএমইডি’র প্রতিবেদন দেখি।

অনেকে পিডি একাধিক প্রকল্পের পরিচালক, ফিজিবিলিটিও স্টাডিও ঠিকমতো হয় না। ৩ বছরের প্রকল্প ১১ বছর লাগে, এটা চলবে না।
তিনি আরো বলেন, ভূমি অধিগ্রহণের কাজ আগে করতে হবে। প্রকল্প ধরে বসে থাকলো চলবে না। দ্রুত কাজ করতে হবে।

আইএমইডি রিপোর্ট ঠিক না হলে হবে না। আপনারা ঠিকমতো কাজ করবেন। প্রকল্প ঠিক সময়ে, কোয়ালিটিভাবে বাস্তবায়ন করে জনগণকে সুবিধা দিতে হবে। তবে প্রকল্প শেষ করা বিরাট বিষয়। কিছু কিছু বিষয় আমাদের হাত নাই, জমি অধিগ্রহণ, ডলার পরিস্থিতি অনেক সময় প্রকল্প সংশোধন হচ্ছে।
বিপিপিএ-আএইমইডি পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, আজকে এখানে এসেছি, আপনাদের কাজ কর্ম দেখতে আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। আমি একটা বিশাল মন্ত্রণালয়ে এসেছি। কাজের ধারা বুঝতে ৫ থেকে ৬ মাস লেগেছে। এখন কাজ সমন্ধে কিছু বুঝতে পারছি। আজকে মূলত কথা শুনতে এসেছে। প্রকল্পের সব কিছু জানতে হবে। আপনাদের মূল্যায়নে সব কিছু নির্ভর করে। আইএমইডি মূল্যায়নে কাজ করছি। ২ লাখ ৬৫ হাজার কোটির উন্নয়ন বাজেট। আমাদের কষ্টার্জিত অর্থ অপচয় করতে দেব না। অর্ধেকের বেশি বাংলাদেশের টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat