×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ৫৩ বার পঠিত
হিলি বাজারে উঠেছে মৌসুমি ফল লিচু। তবে এসব লিচুর বেশির ভাগই অপরিপক্ব। এদিকে বছরের নতুন ফল হওয়ায় সবার দৃষ্টি ওই লিচুর দিকে। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়।
সরেজমিনে হিলি বাজারে গিয়ে দেখা যায়, দুইটি দোকানে সাজিয়ে রাখা হয়েছে লিচু। আর সেই লিচু কিনতে দর করতে ভিড় করছেন ক্রেতারা। কথা হয় লিচুর দোকানি নয়নের সঙ্গে।

তিনি বলেন, ‘প্রতিবছর নতুন যেকোনো ফল উঠলে বাজারে সবার আগে আনার চেষ্টা করি। কারণ দামটা যেমন ভালো থাকে তাড়াতাড়ি বিক্রি হয়। এতে লোকসানের শঙ্কা থাকে না। এবারও বছরের প্রথম আজ বাজারে মাদ্রাজি নেপালি জাতের লিচু এনেছি। এসব লিচু দিনাজপুরের  নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী এলাকার বাগান থেকে আনা হয়েছে।’

নয়ন আরও বলেন, ‘লিচু বাজারে আসতো আরও কয়েকদিন পর। তবে বাগান মালিকরা জানিয়েছেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে অন্যান্য বছরের মতো এবার লিচুর ফলন তেমন একটা ভালো হয়নি। তাছাড়া বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হচ্ছে, এতেও ফলনে বিরূপ প্রভাব পড়ছে। ফলে বাগানিরা লিচুগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।’

ফল বিক্রেতা নয়ন বলেন, ‘বাগান থেকে প্রতি ১০০ লিচু ১৮০ টাকা দরে কিনেছি। বাজারে বিক্রি করছি ২৩০ থেকে ২৫০ টাকা দরে। ১০০ লিচু বিক্রি করলে খরচ বাদে ২০ টাকা লাভ হবে। আজকেই প্রথম অল্প করে এনেছিলাম। ভেবেছিলাম বিক্রি হবে কি হবে না, এত ছোট লিচু এত দামে! আনার পর দেখলাম, মুহূর্তেই লিচুগুলো বিক্রি হয়ে গেল।’

লিচু কিনতে আসা মোকসেদ আলী বলেন, ‘মেয়ের বাড়িতে বেড়াতে যাব। বাজারে এসেছি নতুন ফল কিনতে। বাঙ্গি নিয়েছি, সঙ্গে অন্যান্য কিছু ফল নিয়ে যাবার সময় চোখে পড়ল বছরের প্রথম মৌসুমি ফল লিচু। ১০০ লিচু কিনলাম ২৪০ টাকা দিয়ে। লিচুগুলোর ভেতরে দানা অনেকটাই কম। তারপরও শখ করে কিনলাম; নাতিরা খাবে খুশি হবে।’

আরেকজন ক্রেতা বলেন, ‘বাজারে প্রতিবছর অপরিপক্ব যেকোনো ফল বিক্রি হয়। অতিরিক্ত লাভের আশায় বাগানিরা এসব ফল বিক্রি করে দেয়। প্রশাসন যদি বিষয়গুলো দেখতো, সেক্ষেত্রে ফলগুলো পরিপক্ব হলে বাজারে আসতো এবং সবাই খেতে পারতো।’

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘বাগান থেকে এখনো লিচু নামানোর সময় হয়নি; এখনো কয়েক সপ্তাহ সময় লাগবে। এখন যদি কেউ লিচু গাছ থেকে নামায় সেক্ষেত্রে অপরিপক্ব অবস্থায় নামাচ্ছেন। এসব লিচু না খাওয়া ভালো।’

তিনি আরও বলেন, ‘আমরা বাগান মালিকদের প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি, যেকোনো ফল পরিপক্ব হলেই যেন তারা বাগান থেকে নামায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat