×
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৭৯ বার পঠিত
সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকার সময় তার জাতীয় দলের সতীর্থ রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের চেয়ারে বসান। সৌরভ এখন সে দায়িত্ব ছেড়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল ছাড়বেন জাতীয় দলের দায়িত্ব। ইতিমধ্যে নতুন কোচ আনার তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর হচ্ছেন ভারতের কোচ।
এমন আলোচনার মধ্যে রহস্যময় বার্তা দিয়েছেন সৌরভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘একজনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যেকোনো মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়।

তাই কোচ এবং প্রতিষ্ঠান চিন্তাভাবনা করে বেছে নেবেন।’
সৌরভ তার বার্তায় ভারতীয় ক্রিকেট দল কিংবা বিসিসিআই কারো নাম উল্লেখ না করলেও অনেকে মনে করছেন, বর্তমানে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে থাকা গম্ভীরকে বেছে নেওয়ার আগে বিসিসিআইকে একপ্রকার সতর্কবাণী দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। গম্ভীরের সঙ্গে সৌরভের অতীত ইতিহাস বলছে ভারতের কোচ হিসেবে সাবেক সতীর্থকে আদর্শ মনে করেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat