লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে পাকিস্তানের দেওয়া ১৫৭ রানের টারগেট টার্গেট ১৯.১ ওভারে টপকে যায় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দুই সপ্তাহের ব্যবধানে আরো একটি শিরোপা জিতল ভারত।
শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে পাকিস্তান।
ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রান করেন শোয়েব মালিক। কামরান আকমল ২৪ ও সোহেল তানভির করেন ৯ বলে ১৯ রান। বল হাতে অনুরীত সিংহ ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট পান। একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি এবং ইরফান পাঠান।
১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ৩ ওভারের মাথায় পরপর দুটি উইকেট হারায় ভারত। এরপর পার্টনারশিপ গড়েন আম্বাতি রায়ডু ও গুরকিত সিং। ফিফটি হাঁকান রায়ডু। রায়ডু ও গুরকিতের আউটের পর আবারও চাপে পড়ে ভারত।
এরপর জুটি বেঁধে খেলেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিংহ। ১৬ বলে ৩০ রান করেন ইউসুফ। ১৫ রানে অপরাজিত থাকেন যুবরাজ। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১ রান। প্রথম বলে চার মেরে ভারতকে জেতালেন ইরফান।
ম্যাচসেরা হন অম্বাতি রায়ডু। সিরিজ়ের সেরা ইউসুফ পাঠান।
এ জাতীয় আরো খবর..