×
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৬৫ বার পঠিত
যে ইন্দোনেশিয়াকে গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মনে হয়েছে যথেষ্ট শক্তিশালী, তারাই আজ বাংলাদেশের বিপক্ষে একরকম নাস্তানাবুদ। ৫ টি লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। বঙ্গবন্ধু কাপ কাবাডিতে যা বাংলাদেশের টানা তৃতীয় জয়। গ্রæপে আরও দুটি ম্যাচ বাকি আছে যে কারণে সেমিফাইনাল এখনই নিশ্চিত বলা যায়না, তবে সেই পথে আব্দুল জলিলের দল আছে ভালভাবেই।

টানা তৃতীয় ম্যাচ জিতে কোচ জলিলও পা মাটিতেই রাখতে চাইছেন, ‘আমাদের আরও ম্যাচ বাকি। দলকে অতি আত্মবিশ্বাসী হতে চলবে না। টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যেই আমরা খেলছি।’ বাংলাদেশের কোচও বলেছেন ইন্দোনেশিয়ানদের কাছ থেকে তুলনামূলক আরেকটু প্রতিদ্ব›দ্বীতা আশা করেছিলেন তিনি।

সেটি হয়নি। বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে ছিল ৩৫-২ পয়েন্টে। ইন্দোনেশিয়া আগের দুই ম্যাচই জিতেছিল। কোরিয়া ছাড়াও তারা হারায় পোল্যান্ডকে।

বাংলাদেশের ম্যাচ বাকি পোল্যান্ড ও নেপালের বিপক্ষে। 
পোল্যান্ড এদিন আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে মালয়েশিয়ার বিপক্ষে। আসরের অন্য গ্রæপে কেনিয়াও বাংলাদেশের মত টানা তৃতীয় জয় পেয়েছে। এদিন ৫০-৪৭ পয়েন্টে হারায় তারা ইরাককে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat