অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটের হার, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিনেই টাইগারদের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ২৩৪ রানে। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল মনে করেন ব্যাটিংয়ে আরো একটু ভালো করা উচিৎ ছিল।
বাংলাদেশের ২৩৪ রানের জবাবে দিনশেষ ক্যারিবীয়রা বিনা উইকেটে তুলে ফেলেছে ৬৭ রান।
প্রথম দিনের খেলা শেষে তামিম জানান, ‘উইকেটটা আপ অ্যান্ড ডাউন ছিল। তবে আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিৎ ছিল। আমরা যদি ৩০০ বা ৩২০ এর মতো করতে পারতাম তাহলে সেটা ভালো একটা স্কোর হতো। আর বোলিংয়ে যদি আরো ২৫-৩০টা রান কম দিতাম, তাহলে মনে হয় ভালো হতো। সাধারণত ওরা এতো দ্রুত রান তুলে না। ’
৬৭ বলে ৪৬ রান করেছেন তামিম, ইনিংসটা আরো বড় করতে না পারার আক্ষেপ আছে দেশসেরা ওপেনারের। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন শুরু পেয়ে গেলে আমার ইনিংসগুলো সাধারণত বড় হয়। দুঃখজনক যে আজ বড় করতে পারিনি। বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম। বলটা যতটা ওঠার কথা ছিল না, ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে। তবে আমি কোনো অজুহাত দিব না। দলের সিনিয়র সদস্য হিসেবে এমন শুরু পেলে আমার উচিত সেটাকে বড় করা। ’
উল্লেখ্য যে, দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জয়ের বিকল্প নেই সাকিব-তামিমদের।
এ জাতীয় আরো খবর..