×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ৯০ বার পঠিত
বিরাট কোহলির ব্যাটে রানের খরা ক্রমেই লম্বা হচ্ছে। খরা কাটাতে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু বিশ্রাম কাটিয়ে ফিরে এসেও রানের দেখা পাচ্ছেন না—অনেক দিন ধরেই এমন চলছে। এবার লম্বা সময়ের জন্য বিশ্রাম নেওয়া কোহলি আবার মাঠে ফিরবেন ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ টি–টোয়েন্টি দিয়ে।

ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলীর বিশ্বাস, এশিয়া কাপেই স্বরূপ ফিরে পাবে কোহলি। ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে ব্যাট হাতে খুবই বাজে কেটেছে কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে মাত্র ৩৩ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক। টেস্ট আর টি–টোয়েন্টিতেও অবস্থা ছিল তথৈবচ। একমাত্র টেস্টের দুই ইনিংসে কোহলি করতে পেরেছেন মাত্র ৩১ রান। দুটি টি–টোয়েন্টিতে তাঁর রান ছিল ১ ও ১১!

ইংল্যান্ডে এমন বাজে সময় কাটানোর পরই বিশ্রামে চলে যান কোহলি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে খেলেননি তিনি। এশিয়া কাপ দিয়ে ফেরার আগে নিজের আসল রূপে ফেরার জন্য তৈরি হচ্ছেন কোহলি। সৌরভও আশাবাদী যে কোহলি তাঁর আসল ছন্দটা ফিরে পাবেন।

স্পোর্টস তাককে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘তাকে অনুশীলন করতে দিন। তাকে ম্যাচ খেলতে দিন। সে বড় মাপের খেলোয়াড় এবং অনেক রান করেছে। আমি আশা করছি যে সে ফিরে আসবে। আমার বিশ্বাস, এশিয়া কাপে সে ছন্দে ফিরবে।’

এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে ২৮ আগস্ট। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যাদের কাছে গত বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দেখায় ১০ উইকেটে হেরেছিল ভারত। ভারতের প্রতিশোধ ম্যাচ দিয়েই কি নিজেকে ফিরে পাবেন কোহলি!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat