×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৮
  • ৬০ বার পঠিত
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন।

রিমালের তাণ্ডবের পর এখন জেলার অবস্থা অনেকটা স্বাভাবিক। তাই আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, জেলায় তিন লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

কৃষির ক্ষতি হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকার এবং মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat