×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৮৩ বার পঠিত
ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর গত ১০ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাইরে ছিল ছাত্রদল। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছুদের সহায়তা দিতে আবারো ক্যাম্পাসে আসে তারা। ছাত্রলীগ এ সময় বাধা দেয়নি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের পক্ষ থেকেও নানা কর্মসূচি ছিল।


দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আসা শিক্ষার্থীদের মাঝে শান্তিপূর্ণভাবে শিক্ষা উপকরণ ও ফুল বিতরণ করে ছাত্রদলের ঢাবি ইউনিট। তবে ছাত্রদলের অভিযোগ পুলিশ ক্যাম্পাসে ঢুকতে তাদেরকে বাধা দিয়েছে।
শিক্ষা উপকরণ ও ফুল বিতরণের সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক শাফি ইসলাম, জহির উদ্দিন, নাসির হোসেন, রুয়েল, আবু জাফর, শাহজাহান শাওন, খোরশেদ আলম সোহেল, জিহাদুল ইসলাম রঞ্জু, সোহেল রানা, হাসান, শরীফ প্রধান, রুবেল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সকাল থেকেই ছাত্রদল ক্যাম্পাসে বিচ্ছিন্নভাবে অবস্থান নেয়। সকাল এগারোটায় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হলে দুপুর সাড়ে বারোটার একটু আগে তারা শহীদ মিনারের সামনে জড়ো হয়। সেখান থেকে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আশ্বাস দিলে পুলিশ তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়। পরে বেলা সাড়ে বারোটায় পরীক্ষা শেষ হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ফুল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্রদল নেতা আক্তার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঐতিহ্য হচ্ছে প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল এবং কলম দিয়ে ক্যাম্পাসে অভ্যর্থনা জানানো, তাদের তথ্য, পরিবহন, সুপেয় পানি এবং মেডিক্যাল সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকা। আজকে শুরুতে আমরা ক্যাম্পাসে পুলিশ প্রশাসনের বাধার সম্মুখীন হলেও পরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষা, ঐক্য ও পগতির পতাকাবাহী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আসার আহ্বান জানিয়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করি।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, ছাত্রলীগ তাদের সহিংসতার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচিতে ফিরে এসে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। যেন আমরা ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যেতে পারি।

আগামী পরীক্ষার দিনগুলোতে ছাত্রদল ক্যাম্পাসে তাদের ভর্তিচ্ছুদের সহায়তায় কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তা করা আমাদের ঐতিহ্য। আমরা সামনের দিনগুলোতেও আমাদের কর্মসূচি পালন করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat