আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জুনেই পাওয়া যাবে এ অর্থ।
রোববার (২৬ মে) সচিবালয়ে আইএমএফের ভারত, শ্রীলঙ্কা ও ভুটান অঞ্চলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেনকাতা সুব্রমানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আইএমএফ ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই; জুনেই পাওয়া যাবে। কীভাবে দ্রুত পেতে পারি, তা আমরা চেষ্টা করছি।’
সবকিছুই আলোচনার মাধ্যমে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে সমস্যা সমাধানে আমরা সঠিক পথে আছি বলেই তিনি (আইএমএফের নির্বাহী পরিচালক) আমাদের বলেছেন।’
আসন্ন বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যাতে থাকে, মানুষের জীবনযাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে, সেভাবেই বাজেটে উদ্যোগ নেয়া হবে। এ বাজেটে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তবে অনেক বাধা আছে; আমরা তা মোকাবেলা করবো। মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে বাজেটে।’
তবে ডলারের দাম এখন আর চ্যালেঞ্জ না বলেও জানান আবুল হাসান মাহমুদ। তিনি বলেন, ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে; আইএমএফ এতে খুশি।
উল্লেখ্য, 'ক্রলিং পেগ' হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে উঠানামা করার অনুমতি দেয়া। এক্ষেত্রে মুদ্রার দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে।
এ জাতীয় আরো খবর..