×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৬
  • ১৯৪ বার পঠিত
নৌ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২১ লাখ অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় মাছ ও মাছের পোনাসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার (১৬ মে) নৌ পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা এ তথ্য জানান।

তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।

এদীব লুনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মোট ২১ লাখ ১২ হাজার ৯৭০ মিটার অবৈধ জাল, ১৫২ কেজি মাছ এবং বিভিন্ন প্রজাতির পাঁচ লাখ ১০ হাজার ৫০০ পিস বাগদা রেণু ও ৫৩ কেজি কাঁকড়া জব্দ করা হয়। এদিন নৌ পুলিশ অভিযান চালিয়ে ১৫টি ঝোপ ধ্বংস করেছে।

তিনি আরো জানান, অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৪টি বাল্কহেড আটক করা হয়।

এ ছাড়া অবৈধ জালে মাছ ধরার জন্য ৯টি নৌকা ও চারটি ট্রলার জব্দ করা হয়। এই অভিযানে ৫৮ জন জনকে আটকের পর তাদের বিরুদ্ধে ১৫ মামলা করা হয়। 

এ ছাড়া ঢাকা অঞ্চলের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি কতৃর্ক বালুমহালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনটি ড্রেজার জব্দ করা হয়। এ সময় সাতজনকে আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়।

 জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat