×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৫৭ বার পঠিত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার (১৪ মে) দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের স্কোয়াডে দুইটি চমক রয়েছে। এক তো দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। আর সাইফউদ্দিনের দলে জায়গা না পাওয়া অনেককেই অবাক করেছে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যার কারণে আগেভাগেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে দল। তবে দেশ ছাড়ার আগে বিশ্বকাপের দল থেকে কী প্রত্যাশা করছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন? দল ঘোষণার পর সেটাও অবশ্য জানিয়েছেন গাজী আশরাফ।

তিনি বলেন, 'আমাদের অবশ্যই জাতীয় দলের কাছে প্রত্যাশা আছে। আমরা যেন প্রথম রাউন্ড পার করে পরের রাউন্ডে যেতে পারি। দ্বিতীয় রাউন্ডে গেলে সেখান থেকে আরও একটা প্রচেষ্টা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। এমনটাই প্রত্যাশা থাকবে সকলের।'

বিশ্বকাপের 'ডি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দল রয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আশরাফের বিশ্বাস, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে পারে বাংলাদেশ।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, 'প্রাথমিক পর্বের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে। আমি বলব দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বসে থাকবো এটা না। বাস্তবতা হলো প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) দুটো দলই বিশ্বাস করে একে অপরকে হারাতে পারে। এটা খুব চাপের ম্যাচ হবে। সেটা জিতলে পরের তিন ম্যাচের দুটো ম্যাচে জেতার খুব সম্ভাবনা দেখছি। দক্ষিণ আফ্রিকাকে যে হারানো যাবে না এমন না। অবশ্যই আমাদের সঙ্গে ওদের ব্যবধান আছে। তবে যেভাবে করেই হোক ওদের হারাতে হবে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat