মেসি, নেইমার ও সুয়ারেজ ফুটবল বিশ্বে দারুণ এক ত্রয়ীর নাম। ‘এমএসএ ’ ত্রয়ী। বার্সেলোনায় তিনজন মিলে কি দারুণ ফুটবলই না উপহার দিয়েছেন। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন তারা।
তবে এই তিন ফুটবলারের কেউই এখন ইউরোপে নেই।
মেসি ও সুয়ারেজ মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে আছেন। অন্যদিকে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলেন নেইমার। একত্রে থাকা অবস্থায় ‘এমএসএন’ এর বিধ্বংসী পারফরম্যান্স বিশ্বের সকল ফুটবলবোদ্ধাদের তাক লাগিয়ে দিয়েছিল।
তবে সমর্থকরা এখনো মুখিয়ে আছেন ফুটবলের এই বিধ্বংসী ত্রয়ীকে ফের একত্রে দেখতে। সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পোল্লো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে এই ত্রয়ীর ফের একত্রে খেলার ব্যাপারে কথা বলেন লিওনেল মেসি।
সাক্ষাৎকারে এই ত্রয়ীর ফের একত্রে খেলার ব্যাপারে বিশ্বকাপ জয়ী মেসি বলেন 'আমি আর নেইমার, আমরা প্রায়ই কথা বলি; এমনকি আমরা লুইস সুয়ারেজ সহ আমাদের তিনজনের একটি গ্রুপ চ্যাট করেছি...। নেই (নেইমার) নিখুঁত স্প্যানিশ ভাষা বলে।
তাকে (মায়ামিতে) আনার জন্য একটু বার্তা? না, আমি জানি না। সত্যি বলতে কি, এটা এখন কঠিন…তবে ভবিষ্যতের কথাও উড়িয়ে দেননি মেসি।'
সম্ভাবনার কথা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, 'এর পর, আমি জানি না। জীবন এত বাঁক নেয় যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমি মনে করি, আপাতত না।
তবে একত্রে হওয়া কেন কঠিন সেই ব্যাখ্যাও দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা, 'ও (নেইমার) সৌদি আরবে আছে, ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি আছে। ওর কঠিন একটি বছর গিয়েছে, যেখানে ও দীর্ঘদিন ধরেই আহত ছিল। তাই, এটা এখন কঠিন।'
এ জাতীয় আরো খবর..