×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৬৯ বার পঠিত
দ্বিতীয় দফায় হজ ভিসা আবেদনের সময় শেষ হচ্ছে আজ। এখনো ৩১ হাজার ৩৫৮ হজযাত্রীর ভিসা এখনো হয়নি। আজ শনিবার (১১ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। 

বুলেটিনে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত সর্বমোট ৫১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

তিনটি হজ ফ্লাইটের মাধ্যমে তাঁরা জেদ্দা ও মদিনায় যান। 
বুলেটিনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীদের ভিসা ইস্যু হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনা ৯০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬২ শতাংশ হজযাত্রীর ভিসা হয়েছে। ফলে এখনো ৩১ হাজার ৩৫৮ হজযাত্রীর ভিসা ইস্যু বাকি রয়েছে।

হজের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে দুই দফায় আবেদনের মেয়াদ বাড়ানো হয়। গত ২৯ এপ্রিলের মধ্যে হজ ভিসা কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছিল। এরপর আবেদনের মেয়াদ বাড়িয়ে ৭ মে করা হয়। সর্বশেষ ভিসা আবেদনের সময় বাড়িয়ে ১১ মে করা হয়।
 
এবছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat