×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৩
  • ৯৪ বার পঠিত
বর্তমানে ডিপ্লোমা কোর্স চার বছরের হলেও এক বছর কমানোর পক্ষে মত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যে কোর্স তিন বছরে শেষ করা যায়, সেখানে এক বছর বাড়িয়ে নেওয়ার কোনো মানে হয় না।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাসে শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘কোর্সের মেয়াদ অতিরিক্ত এক বছর বেশি হওয়ায় অভিভাবকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ ছাড়া শিক্ষার্থীরা চাকরি বাজারে প্রবেশে পিছিয়ে পড়ছে। এতে শিক্ষার মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে তিন বছরের, সেখানে আমাদের ডিপ্লোমা কোর্স চার বছরের হবে এর কোনো মানে নেই। ’
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবীরা অনেক সময় এর বিরোধিতা করেন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের সংগঠনের সঙ্গে সরকারের সব সময় ঘনিষ্ঠতা রয়েছে। দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অনেক অবদান রয়েছে।  

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat