গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় গত বৃহস্পতিবার গাজা যুদ্ধের প্রতিবাদে শত শত শিক্ষার্থী মিছিল করেন। এ সময় নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ‘মুক্ত অঞ্চল’ নামে প্রতিবাদশিবির স্থাপন করা হয়েছে।
এ ছাড়া গত বুধবার বিক্ষোভকারী শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে শেল্ডোনিয়ান থিয়েটারের গেটে নিজেদের দাবিদাওয়া সংবলিত একটি তালিকা ঝুলিয়ে রাখেন।
দমছে না শিক্ষার্থীরা
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রথমে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ পরে ছড়িয়ে পড়ে জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো ও সুইজারল্যান্ডে। বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় চলে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
চলমান এই বিক্ষোভ ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে হওয়া ব্যাপক বিক্ষোভের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ইউরোপের কয়েকটি অভিজাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাজায় সহিংসতার প্রতিবাদে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারির অবসানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হল এবং বিভিন্ন ভবন দখল করে নিয়েছেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। গত সপ্তাহে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা ম্যানচেস্টার, শেফিল্ড ও নিউক্যাসলের পাশাপাশি ইউনিভার্সিটি অব লন্ডনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভবনের বাইরে তাঁবু স্থাপন করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এদিকে বিক্ষোভ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে যুক্তরাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের নেতাদের।
সূত্র : বিবিসি
এ জাতীয় আরো খবর..