×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৫
  • ৮৯ বার পঠিত
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সংসদ সদস্য ব্রিটানি লাউগা (৩৭) অভিযোগ করেছেন, তাঁকে মাদক খাইয়ে যৌন হয়রানি করা হয়েছে। এ অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

কুইন্সল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক সহকারী মন্ত্রী ব্রিটানি জানান, তাঁর নির্বাচনী এলাকা ইয়েপ্পুনে রাতে তাঁকে আক্রমণ করা হয়েছিল। তিনি বলেন, ‘এটি যেকারো সঙ্গে ঘটতে পারে এবং দুঃখজনকভাবে, এটি আমাদের অনেকের সঙ্গে ঘটে।

ব্রিটানি লাউগা গত ২৮ এপ্রিল প্রথমে থানায় এবং পরে হাসপাতালে যান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘হাসপাতালে পরীক্ষাগুলো আমার শরীরে মাদকের উপস্থিতি নিশ্চিত করেছে, যা আমি গ্রহণ করিনি।’ এই পদার্থটি তাঁকে ‘উল্লেখযোগ্যভাবে’ প্রভাবিত করেছে বলেও জানিয়েছেন তিনি।

এ ছাড়া কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিস (কিউপিএস) রবিবার নিশ্চিত করেছে, কর্মকর্তারা ইয়েপ্পুনের একটি ঘটনায় যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করছেন।

এদিকে ব্রিটানির সঙ্গে অন্য নারীরাও যোগাযোগ করেছিলেন বলে জানা গেছে, যাঁরা একই সন্ধ্যায় মাদকাসক্ত ছিলেন। তিনি বলেন, ‘এটা ঠিক নয়। মাদক বা লাঞ্ছিত হওয়ার ঝুঁকি ছাড়াই আমাদের শহরে সামাজিকতা উপভোগ করতে পারা উচিত।’ সেই সঙ্গে ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ হওয়ার জন্য সময় প্রয়োজন বলেও জানান এই সংসদ সদস্য।

ব্রিটানি লাউগা প্রায় এক দশক ধরে সংসদে রয়েছেন এবং ২০১৫ সালে কেপেলের আসনে প্রথম নির্বাচিত হন। অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, কুইন্সল্যান্ডের আবাসনমন্ত্রী মেগান স্ক্যানলন অভিযোগগুলোকে ‘বিস্ময়কর’ ও ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat