বিশ্ববাজারে সোমবার বেড়েছে অপরিশোধিত তেলের দাম। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অস্থিতিশীল হয়ে যায় তেলের বাজার।
আর এ অস্থিতিশীল বাজার স্থিতিশীল করতে সৌদি আরবকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এজন্য স্বশরীরে সৌদি আরবে ছুঁটে গিয়েছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জো বাইডেনের প্রস্তাবে সৌদি আরব রাজি না হওয়ায় সোমবার তেলের দাম বেড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে দাঁড়ায় ১০৩.৮৮ ডলার।
জো বাইডেন মনে করেছিলেন, তিনি সৌদি আরবে গিয়ে তাদের তেলের উৎপাদন বাড়ানোর বিষয়টিতে রাজি করাতে পারবেন। কিন্তু তিনি ব্যর্থ হন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন আল সউদ জানিয়ে দেন, তেলের উৎপাদন বাড়ানো হবে না।
তিনি জানান, আরব সামিটে তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। এবং তেল উৎপাদনকারীদের জোট ওপেক+ বাজার বিশ্লেষণ অব্যহত রাখবে।
আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এভাট্রেডের বাজার বিশ্লেষক- নাঈম আসলাম তার বিশ্লেষণে বলেছেন, বাইডেনের প্রস্তাবে রাজি না হয়ে সৌদি আরব বার্তা দিয়েছে, ওপেক+ তেলের বাজার নিয়ন্ত্রণ করবে এবং তারাই সব সিদ্ধান্ত নেবে। বাইডেন দূর থেকে কি করার চেষ্টা করছেন সে বিষয়ে ওপেক+ এর কোনো মাথাব্যথা নেই।
তিনি আরও বলেন, ওপেক+ আরও বার্তা দিয়েছে, তেলের বাজারের ওপর তাদের নিয়ন্ত্রণ ধরে রাখবে এবং একটি দেশ তেলের সরবরাহের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তেল ব্যবসায়ীরা অন্তত বাইডেনের এ সফর থেকে এটি বুঝতে পেরেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
এ জাতীয় আরো খবর..