×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৭৬ বার পঠিত
ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন রাত ৮টা পর্যন্ত ৬৪.৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ৮১ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে আছে আসাম।
সুব্রত আচার্য

মঙ্গলবার (৭ মে) দেশটির ১০টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে হয় ভোট হয়। 

দেশটির নির্বাচন কমিশন (ইসি) জানায়, এদিন ৯৩টি আসনে ভোট হয়েছে; প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৩শ জনেরও বেশি প্রার্থী।
 
ইসির তথ্য মতে, রাত ৮টা পর্যন্ত ৬৪.৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৮১.৬১ শতাংশ ভোট পড়েছে আসামে। রাজ্যটির চারটি নির্বাচনী এলাকায় ভোট হয়েছে। আর সর্বনিম্ন ৫৭.৩৪ শতাংশ ভোট পড়েছে উত্তরপ্রদেশে, যেখানে ১০টি নির্বাচনী এলাকায় ভোট হয়েছে।
 
এদিন, গুজরাটের আহমেদাবাদের একটি স্কুলে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই কেন্দ্রে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ‌তৃতীয় দফায় ভাগ্য নির্ধারিত হবে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন রাজনীতিকের। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ মোদির মন্ত্রিপরিষদের প্রভাবশালী আরও ১০ মন্ত্রী।
  
এদিকে, প্রথম এবং দ্বিতীয় দফার মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। উত্তর ও দক্ষিণ মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুরে ভোট হয়েছে। তবে মুর্শিদাবাদের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে, চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। গ্রেফতার হন কয়েকজন ভুয়া ভোটার ও এজেন্ট। দুপুরের মধ্যেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাঁচ শতাধিক অভিযোগপত্র জমা পড়ে নির্বাচন কমিশনে।
 
লোকসভা ভোটের তৃতীয় ধাপের পর সংসদের নিম্নকক্ষের ৫৪৩টি আসনের মধ্যে ২৮৩টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ভোট হবে আগামী ১৩ মে। এদিন ১০টি রাজ্যে ভোট হবে।
  
উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনে সাত দফা ভোটগ্রহণ শুরু হয় গত ১৯ এপ্রিল; শেষ হবে আগামী  পহেলা জুন। নির্বাচনের ফল ঘোষণা করা হবে চার জুন। এবারের নির্বাচনে দেশটিতে ভোটারের সংখ্যা প্রায় ৯৭ কোটি, যার মধ্যে ২১ কোটিই তরুণ। 

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat