×
সদ্য প্রাপ্ত:
মেট্রোরেলের নতুন সূচিতে ট্রিপ বাড়ল ৭টি জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়: নাহিদ দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের, কাল সমাবেশ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার ফের দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বেছে নেবে ভারত? ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ব্যাংক খাতের মাফিয়া পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৪
  • ৩৭ বার পঠিত
কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা বা কাঠামো অনুসরণ করে দেশ-বিদেশে শহীদ মিনার নির্মাণ বা স্থাপনে কেন নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নীতিমালা প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে সংস্কৃতিসচিব ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম মিলন। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিটকারী আইনজীবী মিলন কালের কণ্ঠকে বলেন, 'জাতীয় পতাকা নকশা আকৃতি নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের নকশা, কাঠামো বা আকৃতি নিয়ে কোনো নির্দেশনা বা নীতিমালা নেই। আমাদের ভাষা আন্দোলনটি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ সেই ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার একেক দেশে, এমনকি আমাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নকশায় স্থাপন করা হয়েছে। এতে নতুন প্রজন্মের বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। যে কারণে এ রিট আবেদন। আদালত রুল দিয়েছেন। '

গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করার আগে নীতিমালা প্রণয়নে ১০ ফেব্রুয়ারি বিবাদিদের আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু বিবাদীদের কাছ থেকে এ বিষয়ে কোনো জবাব আসেনি বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মিলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat