×
  • প্রকাশিত : ২০২২-০৫-১৮
  • ৪৭ বার পঠিত
শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কিলিয়ান এমবাপ্পে যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, তা একরকম নিশ্চিতই বলা চলে। খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে এমবাপ্পেকে ছবি তুলতে দেখা যাবে হয়তো।

তবে ক্ষণজন্মা এই প্রতিভাকে অন্যান্য ক্লাবও যে চায়নি, তা নয়। সে আগ্রহী ক্লাবের তালিকায় বার্সেলোনাও ছিল। কাতালান ক্লাবটার সভাপতি হোয়ান লাপোর্তা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পরপর আর্লিং হরলান্ড, কিলিয়ান এমবাপ্পেদের মতো খেলোয়াড়দের দলে আনার চেষ্টা করেছেন অনেক। 


কোনোটাই হয়নি। হরলান্ড পাড়ি জমিয়েছেন সিটিতে, এমবাপ্পেও নাম লেখাতে যাচ্ছেন রিয়ালে। ওদিকে বার্সার হাত খালিই থেকে গেছে।

এত হম্বিতম্বি করার পর হরলান্ডকে কেন বার্সেলোনা দলে নেয়নি, কিছুদিন আগে তার একটা বিশ্লেষণাত্মক লেখা প্রকাশ করেছিল স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত। এবার এমবাপ্পের ক্ষেত্রে কেন বার্সেলোনার আগ্রহ মিইয়ে গেল, সেটা নিয়ে কোনো গণমাধ্যম কিছু বলার আগেই এগিয়ে এলেন লাপোর্তা। জানালেন, কেন এমবাপ্পেকে বার্সেলোনা দলে টানেনি। মুখ ফসকে জানিয়ে দিলেন, এমবাপ্পেকে রিয়াল কত বেতনে দলে টানছে।


কাতালুনিয়া রাদিওকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা এমবাপ্পের আকাশছোঁয়া বেতনের কথাই অজুহাত হিসেবে ব্যবহার করেছেন। জানিয়ে দিয়েছেন, ক্লাবের অর্থনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ঠেলে দিয়ে এমবাপ্পের আবদার রাখতে পারবেন না তাঁরা, ‘কর বাদ দিয়েই এমবাপ্পে প্রতি মৌসুমে ৫ কোটি ইউরো বেতন চাইছে, যা আমরা দিতে পারিনি।’

ইঙ্গিতটা স্পষ্ট, রিয়াল মাদ্রিদে ৫ কোটি ইউরো বেতনেই যাচ্ছেন এই ফরাসি তারকা।

ওদিকে এমবাপ্পের মুখপাত্ররা লাপোর্তার এই দাবি অস্বীকার করেছেন। উল্টো জানিয়েছেন, লাপোর্তা বা বার্সেলোনার সঙ্গে দলবদল নিয়ে আলোচনার টেবিলে বসেননি তাঁরা।

এই মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে এমবাপ্পের। প্যারিসের ক্লাবটার সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। মোনাকো থেকে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর ১৪১ ম্যাচে ১১৬ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যেই কাতার থেকে ফিরে নিজের পরিবার ও মুখপাত্রদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছেন এমবাপ্পে, দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো সেটাই বলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat