ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের প্রতি মোহ কেটে গেছে পিএসজির। নেইমারকে পিএসজি আর রাখতে চায় না, ভালো প্রস্তাব পেলেই বিক্রি করে দেবে—এমন গুঞ্জন কিছুদিন ধরেই ডালাপালা মেলেছে। পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সব আগ্রহ কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই। এ জন্য পিএসজির ওপর থেকে নেইমারের মনও উঠে গেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের খবর, নেইমার নিজেই এখন পিএসজি ছাড়ার কথা ভাবছেন।
নেইমারের ভবিষ্যৎ ক্লাবের তালিকায় যে কয়টা ক্লাবের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, তাদের মধ্যে নিউক্যাসল ইউনাইটেড অন্যতম। কিছুদিন আগেই নিউক্যাসলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়েলিনতন জানিয়েছিলেন, নেইমারের জন্য ১০ নম্বর জার্সি নিয়ে অপেক্ষা করছেন তাঁরা। তবে ইংল্যান্ডের এই ক্লাবে নেইমার কেন যাবেন, সে কারণ খুঁজে পাচ্ছেন না ব্রাজিলের সাবেক স্ট্রাইকার এদমুন্দো।
তাঁর মতে, নিউক্যাসলে যাওয়াটা নেইমারের জন্য ঠিক আদর্শ কিছু হবে না। মুন্দো এদ পডকাস্টে এদমুন্দো জানিয়েছেন, ‘নিউক্যাসল একটা নব্য ধনী ক্লাব। আমি এর আগে নিউক্যাসল শহরে গিয়েছি। ছোট্ট একটা শহর, অনেক ঠান্ডা।’ নিউক্যাসলে খাপ খাওয়াতে সমস্যা হবে, এমনটাই মত ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা এই ফরোয়ার্ডের, ‘ওর যদি প্যারিসে খাপ খাওয়াতে সমস্যা হয়, ও নিউক্যাসলে সন্তুষ্ট হবে না। ও প্যারিসে যা পায়, নিউক্যাসল যদি একই বেতন দেয়, তাহলে ও নিউক্যাসলে যাবে।’
তবে নেইমার যেখানেই যান না কেন, এদমুন্দোর মতে, মনঃসংযোগ বজায় রাখতে হবে তাঁকে, ‘ও যা-ই করুক না কেন, ওকে আরও মনোযোগী হতে হবে। কারণ, এটা বিশ্বকাপের বছর। ও গত দুই বিশ্বকাপে যা খেলেছে, ও রকমও যদি খেলে, বিশ্বকাপের পর কোচ কী তাকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করবে?’
নেইমারের পিএসজি যাত্রাও ভালো চোখে নেননি এই ফরোয়ার্ড, ‘পিএসজিতে যাওয়া ঠিক হয়নি ওর। ও যদি বার্সেলোনায় থাকত, তাহলে কোনো না কোনো সময় ও মেসি-রোনালদোর সমান আয় করতই। ও পিএসজিতে গিয়েছেই টাকার জন্য। যাদের ক্রীড়া প্রকল্পটা দুর্দান্ত ছিল, কিন্তু জেতার জন্য গোটা দলকেই ভালো খেলতে হয়।’
নিউক্যাসল-পিএসজি যদি না হয়, তাহলে কোথায় যাবেন নেইমার? এদমুন্দো তাঁকে ম্যারাডোনার পথে হাঁটতে বলেছেন। সিরি ‘আ’ নাকি হতে পারে নেইমারের আদর্শ গন্তব্য, ‘আমি নাপোলিতে ছয় মাস থেকেছি। সুন্দর একটা শহর, বসবাসের জন্য অনেক ভালো। সমর্থকেরাও অনেক আবেগপ্রবণ। ওর জন্য নাপোলিতে যাওয়া অনেক ভালো হবে, ও ইতালিতে ভালো করবে।
এ জাতীয় আরো খবর..