গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর থেকেই শোনা যায় ভারতের বোলিং কোচ হচ্ছেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারকে পছন্দ গম্ভীরের। তার সেই চাওয়া এবার পূরণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মরকেলের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।
ভারতীয় বোলিং কোচ পরেশ মামব্রের জায়গা নিচ্ছেন মরকেল। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রোটিয়া পেসারের মেয়াদ শুরু হবে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ভারতের হয়ে কাজ শুরু করবেন তিনি। আগামী সেপ্টেম্বরে দুই টেস্ট ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ।
মরকেলের সঙ্গে গম্ভীরের সম্পর্ক আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দিয়ে। গম্ভীর লক্ষ্ণৌর মেন্টর হিসেবে কাজ করার সময় দলটির বোলিং কোচ ছিলেন মরকেল। আইপিএলে কোচিং করানো ছাড়াও সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ উইকেটের মালিক কাজ করেছন পাকিস্তানের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে।
পাকিস্তান বিশ্বকাপে বার্জে পারফরম্যান্স করলে নিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন মরকেল।
পরে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পুরুষ দলের বোলিং কোচের ভূমিকায় ছিলেন। এর আগে নিউজিল্যান্ডের মেয়েদের সঙ্গে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজ করেছেন ৩৯ বছর বয়সী পেসার।
এ জাতীয় আরো খবর..