জেনেভা কনভেনশন অনুযায়ী গণহত্যার মতো অপরাধের বিরুদ্ধে যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের নীতিগত অবস্থান অটল থাকবে। জেনেভা কনভেনশন গ্রহণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় এমন অবস্থান ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, জেনেভা কনভেনশনের চারটি কনভেনশন এবং দুটি প্রটোকলের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি বাংলাদেশ নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বের যেকোনো স্থানে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের বিষয়ে সোচ্চার রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে সংঘটিত গণহত্যামূলক অপরাধের বিরুদ্ধে নীতিগত অবস্থান অব্যাহত রাখবে।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী ও জনগণের সাম্প্রতিক গণ-অভ্যুত্থান আবারও আন্তর্জাতিক মানবিক আইনের নীতির প্রতি বাংলাদেশের অদম্য অঙ্গীকারের প্রমাণ দিয়েছে।
এ জাতীয় আরো খবর..