ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার দাবি জানিয়ে আগামী ১৭ আগস্ট বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির বিরোধীদলীয় জোট। দেশটিতে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন নিকোলাস মাদুরোকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট হন। তবে বিরোধীদলীয় জোট বলেছে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজই প্রকৃত বিজয়ী।
নির্বাচন কমিশনকে বিস্তারিতভাবে ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য প্রকাশের আহবান জানিয়েছে তারা। এদিকে মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার দেশগুলো। তারা নির্বাচনের ফলে স্বচ্ছতা আনার আহবান জানিয়েছে। গত রবিবার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘আগামী ১৭ আগস্ট ভেনিজুয়েলার নাগরিকদের বিশ্বজুড়ে বিক্ষোভের আহবান জানাই।
চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।’
সূত্র : বিবিসি
এ জাতীয় আরো খবর..