×
  • প্রকাশিত : ২০২৪-০৮-১১
  • ৫৭ বার পঠিত
ডারউইনে টপ এন্ড সিরিজ টি-টোয়েন্টিতে মেলবোর্ন রেনেগেটসকে  ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। রবিবার শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান করে বাংলাদেশ। জবাবে ৯৩ রানে অলআউট হয়ে যায় মেলবোর্ন। 

বাংলাদেশের হয়ে ব্যাট করতে গিয়ে দ্বিতীয় ওভারে তানজিদ তামিম ও পঞ্চম ওভারে জিসান আলমকে হারালেও  তিনে নেমে পারভেজ হোসেন ইমন  ৪৮ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৯ রান করেন।

এ ছাড়া শামিম হোসেন ২৫, আকবর আলী ২১, তানজিদ হাসান ১৭ ও আবু হায়দার ১৩ রান করলে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১৭০। মেলবোর্নের হয়ে ৩ উইকেট নেন ম্যাট হ্যানিং। টাইলার পিয়ারসন ২ ও হ্যারি ডিক্সন ১ উইকেট পান।
জবাবে ৯৩ রানের বেশি করতে পারেনি মেলবোর্ন।

এইচপির সেরা বলার রিপন মন্ডল। মাত্র ১২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও। আবু হায়দারও ১২ রান খরচ করেন ২ উইকেটের বিনিময়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat