×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৬
  • ৩৯ বার পঠিত
সবশেষ টোকিও অলিম্পিকে সোনা জয়ের অপেক্ষা শেষ হতে পারত স্পেনের। তবে তা হতে দেয়নি ব্রাজিল অলিম্পিক দল। সেলেসাওদের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় অপেক্ষায়টা ৩২ বছরে এসে দাঁড়িয়েছে। 

১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের পর দ্বিতীয়বারের মতো সোনা জয়ের সুযোগ পাচ্ছে স্পেন।

গতকাল ২-১ গোলে মরক্কোকে হারিয়ে ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে উঠেছে তারা। ম্যাচের ৩৭ মিনিটে রাহিমি সুফিয়ানের পেনাল্টিতে মরক্কো এগিয়ে গেলেও স্পেনকে জয় এনে দেন ফেরমান লোপেজ ও সানচেস জুয়ানলু। ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান লোপেজ। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে ৮৫ মিনিটে গোল করে স্পেনকে নিশ্চিত একটা পদক এনে দেন সানচেস।

স্পেনের প্রতিপক্ষ ফ্রান্সের অপেক্ষাটা আর দীর্ঘ। ৪০ বছর আগে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেসে সোনা জিতেছিল দলটি। এরপর আর পদকটিতে চুমু এঁকে দেওয়ার সুযোগ হয়নি তাদের। গতকাল মিসরকে ৩-১ গোলে হারিয়ে আবারো সোনা জয়ের সুযোগ পেয়েছে তারা।

দুর্দান্ত ছন্দে থাকা জেন-ফিলিপে মাতেতার জোড়া গোলের বিপরীতে অন্য গোলটি মাইকেল ওলিসের। অন্যদিকে মিসরের হয়ে ব্যবধান কমানো গোলটি সাবের মাহমুদের।
আগামীকাল পার্ক দে প্রিন্সেসের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। ঘরের মাঠে জিততে পারলে সোনায় সোহাগা হবে ফ্রান্সের জন্য। তবে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না স্পেনও।

এখন দেখার বিষয় দুই ফাইনালিস্টের দীর্ঘ অপেক্ষা কোন দল মেটাতে পারে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat