শুরুতেই শিওরে ওঠা নেপথ্য সংগীত। তারপর দেখা যায়, হুডি পরে বেঞ্চে বসে রয়েছেন একজন। ঠিক চেনা যায় না কে এই ব্যক্তি। চেনা স্বর ভেসে আসে, ‘হ্যালো জিসা, আর ইউ ওকে?’ কণ্ঠ শুনে বোঝা যায়, মানুষটি আফরান নিশো। এবার এই তারকা ভিন্ন লুকে ভিডিও স্ট্রমিং প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’-এ হাজির হচ্ছেন।
নিশোকে আগে এভাবে তেমন কোনো চরিত্রে দেখা যায়নি। মাথায় ছোট চুল, খোঁচা খোঁচা দাঁড়ি। চোখ দুটি ঘোলাটে। কখনো তিনি প্রেমিক কবি হয়ে ধরা দেন। কখনো বসে থাকতে দেখা যায় থানায় পুলিশের সামনে, জিজ্ঞাসাবাদে। কখনো প্রেমের গল্পের নায়ক, কখনো রহস্যময়ী হয়ে ধরা দেওয়া এ চরিত্র নিয়ে দর্শকেরা যখন ধারণা করবেন, তাঁর মানসিক কোনো সমস্যা রয়েছেন কি না, ঠিক তখনই ভয়েস ওভারে ভেসে আসে, তাঁর সম্ভবত অ্যাসপারগার সিন্ড্রম রয়েছে। চরকির প্রচারণাতেও এমনটা বলা হচ্ছে, জমা হচ্ছে প্রশ্নের পর প্রশ্ন। উত্তর জানা যাবে খুব শিগগির। মনস্তাত্ত্বিক রহস্যময় থ্রিলারের এ গল্প শিগগির মুক্তি পাবে। তবে রহস্য যে আরও রয়েছে, সেটা ট্রেলার প্রকাশ করার আগেই জানিয়ে দিলেন পরিচালক শিহাব শাহীন।
এর আগে চরকির ‘মরীচিকা’ দিয়ে বাজিমাত করেছিলেন এই পরিচালক। সেখানেও ব্যতিক্রমভাবে হাজির হন আফরান নিশো। আবার এই জুটি চরকিতে আসছেন। শিহাব শাহীন বলেন, ‘আমরা ট্রিজার প্রকাশ করে গল্পের মুড সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে নিশোর চরিত্র রহস্যজনক। এটি একটি মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার। আমরা বর্তমান সময়ের সমসাময়িক একটি ঘটনা দেখানোর চেষ্টা করেছি। গল্পটি দর্শকদের ভালো লাগবে। আমাদের চারপাশে ঘটা অপরাধ বা ঘটনাগুলো নিয়েই সিন্ডিকেট।’
ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন আফরান নিশো ছাড়াও নাজিফা তুশি ও তাসনিয়া ফারিণ। তাঁদের প্রথমবার দেখা যাবে মুখোমুখি হতে। একসঙ্গে তাঁদের মারমুখী দৃশ্য নিয়েও ইতিমধ্যে ভক্তরা ফেসবুকে সিনেমা ও নাটকসম্পর্কিত বিভিন্ন গ্রুপে আলোচনা করছেন। তবে সিরিজটিতে নাজিফা তুশির সঙ্গে প্রেম করতে দেখা যাবে নিশোকে। অন্যদিকে, তাসনিয়া ফারিণের সঙ্গে তাঁর সম্পর্ক কী, সেটা বোঝা যায়নি। এখানে নির্মাতা শিহাব শাহীন দর্শকদের আকর্ষণ ধরে রেখেছেন। সিরিজে নিশো ও নাজিফার মুখে সাদাত হোসাইনের কবিতার লাইনগুলোও দর্শক পছন্দ করছেন। কবিতাটি ‘কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে, তোমার চোখে চেয়ে...।
এ জাতীয় আরো খবর..