সড়কের এক পাশে ছাত্রলীগ, অন্য পাশে কোটাবিরোধী আন্দোলনকারীরা। মাঝের দূরত্ব হবে আনুমানিক ৩০০ মিটার। শহীদ মিনার থেকে এগিয়ে জগন্নাথ হলের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে টিএসসিতে অবস্থান ছাত্রলীগের।
ক্ষণে ক্ষণে বিরাজ করছে উত্তেজনা।
পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসে দুটি সাঁজোয়া যান ও ভ্যান নিয়ে প্রবেশ করেছে পুলিশ।
সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কয়েক শ পুলিশ দুই পক্ষের মধ্যে এসে দাঁড়িয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহা, সঞ্জিত কুমার রায়, খন্দকার নুরুননবী, ডিসি রমনা আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের অন্তত পাঁচ শতাধিক পুলিশ উপস্থিত রয়েছে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। দুই পক্ষকে শান্ত করে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক করতে তারা অবস্থান করছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মুখোমুখি অবস্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ও পুলিশ। রাত ৮টার দিকে এই মুখোমুখি অবস্থান তৈরি হয়৷
এ জাতীয় আরো খবর..