বাংলাদেশে আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার (১০ জুন) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলবে ১৪ জুন পর্যন্ত।
আজ বিক্রি হচ্ছে ২০ জুনের ট্রেনের টিকিট। আগামীকাল মঙ্গলবার (১১ জুন) বিক্রি হবে ২১ জুনের টিকিট। ২২ জুনের আসন বিক্রি হবে আগামী ১২ জুন। ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।
আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচল করার আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।
এ জাতীয় আরো খবর..