এমন বিদায় কজনের কপালে জোটে। যেভাবে চ্যাম্পিয়ন হয়ে এক রাজসিক বিদায় নিলেন আনহেল দি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তাই হয়তো চোখের জল ধরে রাখতে পারলেন না আর্জেন্টাইন উইঙ্গার।
টানা তিন শিরোপা জয়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন দি মারিয়া।
মাঝে আরেকটি শিরোপা ফাইনালিসিমারও চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। এমন বিদায় এনে দেওয়ায় ‘সুপার সাব’ লাউতারো মার্তিনেজকে ধন্যবাদ জানাতেই পারেন তিনি। নির্ধারিত সময় শেষ হয়ে যখন অতিরিক্ত সময়ও শেষের পথে তখনই ১১২ মিনিটে জয়সূচক গোল করেন ইন্টার মিলানের উইঙ্গার।
হয়তো পরে মার্তিনেজকে ধন্যবাদ জানাবেন দি মারিয়া।
তবে বিদায় বেলা পুরো আর্জেন্টিনা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী উইঙ্গার। তিনি বলেছেন,‘আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ তারা সবকিছু দিয়েছে। যা চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি।’
স্বপ্নের মতো এমন বিদায় আগে থেকেই লেখা ছিল বলে জানিয়েছেন দি মারিয়া।
তিনি বলেছেন,‘এটা লেখাই হয়েছিল এবং এটা এরকমই ছিল। আমি এমন স্বপ্নই দেখেছিলাম যা ছেলেদের বলেছিলাম। আমি এখন অনেক সুন্দর মুহূর্ত অনুভব করছি।’
এ জাতীয় আরো খবর..