ফুটবলে টানা তৃতীয় টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল মোহামেডান। আজ মুন্সীগঞ্জে ফেডারেশন কাপের সেমিফাইনালে পুলিশ এফসিকে হারিয়েছে তারা ২-১ গোলে। অথচ ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল দলটি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পুলিশ।
এদোয়ার্দ মুরিয়োর ফ্রিকিকে উজবেক ডিফেন্ডার আখররবেক উকতামভের হেড প্রথম ফাইনালের স্বপ্ন দেখায় তাদের। কিন্তু ম্যাচে ঘুরে দাঁড়াতে জানে মোহামেডানও। ৬৮ মিনিটে সমতা ফেরানো গোলটি তারা পেয়ে যায়। আরিফ হোসেনের বাড়ানো বলে ভলিতে লক্ষ্যভেদ করেন সানডে।
ম্যাচে এর পর সাদা কালোদেরই দাপট দেখা যায়। ৭৯ মিনিটে জয়সূচক গোলটিও তারা পেয়ে যায়। সানডের ক্রস হেডে জালে জড়ান শাহরিয়ার ইমন। বাকি সময় এই লিড হারানোর মত ভুল আর তারা করেনি।
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গত বছর আবাহনীকে হারিয়ে তারা শিরোপা জেতে। এ মৌসুমে স্বাধীনতা কাপেরও ফাইনালে খেলেছে আলফাজ আহমেদের দল। ঘরোয়া ফুটবলে তাই টানা তৃতীয় টুর্নামেন্টের ফাইনালে সাদা-কালো। অপেক্ষা ফেডারেশন কাপে টানা দ্বিতীয় শিরোপা জেতার।
আগামী সপ্তাহে আসরের অন্য সেমিফাইনালে বসু্ন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী।
এ জাতীয় আরো খবর..