×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৬৬ বার পঠিত
বাজার নিয়ন্ত্রণে আনতে আলু ও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। তিনি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। তবে দেশটির নতুন সরকার দ্বায়িত্ব নিয়েছে। ফলে আমদানিতে সময় লাগছে। ভারতীয় পেঁয়াজ আসলে দাম কমে যাবে।

পাশাপাশি ভোজ্যতেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
দেশের রপ্তানি বাড়াতে নতুন বাজার তৈরি করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। 

গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১৮টি জেলায় অতিবৃষ্টি হচ্ছে। এতে অনেক ফসলের জমি তলিয়ে গেছে।

এতে কাঁচামরিচসহ সবজির দাম বেড়েছে। এ মূল্য বৃদ্ধি সাময়িক। মজুতদারি করে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat