×
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৬৩ বার পঠিত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন আদাবর এলাকায় মশক নিধন অভিযানে তিনটি নির্মীয়মাণ ভবনে এডিসের লার্ভা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অঞ্চল-৫-এর অধীন ৩০ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম মশক নিধন পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বাসা-বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মীয়মাণ ভবনে, ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি অন্তত ৫০টি বাড়ি পরিদর্শন করেন।

অভিযানকালে নির্মীয়মাণ ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 
এ ছাড়া অঞ্চল-২-এর অন্তর্গত মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন অঞ্চল-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান। অভিযানকালে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন বাড়ির মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অন্যান্য অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat