×
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৩
  • ১৬৭ বার পঠিত
‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সব ধরনের সেবা দেওয়া থেকে বিরত থেকে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিজেদের দাবি মানা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে সচিবদের যাওয়ার পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 

এদিকে আজ বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

সমাবেশে ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোত্তালিব বলেন, ‘আমাদের দাবি না মানলে সামনে আন্দোলন আরো কঠোর করব।

প্রয়োজনে ঢাবির ভেতর দিয়ে সচিবদের যাওয়ার পথ বন্ধ করে দেব।’
তিনি আরো বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপনাদের জন্যও লড়াই করছি। আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে। কারণ ভবিষ্যতে আপনারাও এখানে আসবেন।

ডেপুটি রেজিস্ট্রার মঞ্জুর হোসেন বলেন, ‘ঢাবির আন্দোলন কখনো ব্যার্থ হয়নি। সম্মানিত সহকর্মীরা আপনারা আশা রাখেন, আমাদের আন্দোলন সফল হবে। দেশের একটা কুচক্রি মহল, যারা এরকম বৈষম্যমূলক স্কিম চালু করে, যারা প্রধানমন্ত্রী কর্তৃক স্থিরকৃত কোটার বিষয়টিকে এখন চালু করতে চাচ্ছে তাদের বিচার করা হোক।’

কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে ঢাবির ক্ষতির প্রসঙ্গে মঞ্জুর হোসেন বলেন, ‘কর্মবিরতির জন্য যে ক্ষতি হচ্ছে সেটা অতিরিক্ত কাজ করে ক্ষতি পূরণ করে দেব আমরা।

প্রধান প্রকৌশলী আকরাম হোসেন বলেন, ‘সরকারের একটা কুচক্রী মহল আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। বিষয়টা সরকারকে সুক্ষ্মভাবে দেখতে হবে। আমরা এই প্রত্যয় স্কিম মেনে নিলে আমাদের পরবর্তী প্রজন্ম কি করবে? সরকার সর্বজনীন পেনশন চালু করেছে। এরজন্য আমরা অভিনন্দন জানাই। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈষম্যমূলক প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে।

সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে গত কয়েক মাসে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি আদায় না হওয়ায় গত সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনে যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। একই সময়ে প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল কারিগরি সেবা বন্ধ থাকবে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat