×
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ১১০ বার পঠিত
শ্রীলঙ্কার কিছু রাজনীতিক ও তাদের পরিবারের ভারতে পালিয়ে যাওয়া নিয়ে প্রচারমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নাকচ করেছে ভারত।

শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশন মঙ্গলবার জোরালোভাবে ওইসব গুঞ্জন অস্বীকার করে এক টুইট বার্তায় বলেছে, ‘হাইকমিশন সম্প্রতি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু অংশে এ মর্মে গুজব লক্ষ্য করেছে যে, কিছু রাজনৈতিক ব্যক্তি এবং তাদের পরিবার ভারতে পালিয়ে গেছে। এগুলো ভুয়া এবং চরমভাবে মিথ্যা। এর মধ্যে কোনো সত্য বা সারবস্তু নেই।




ভারত এদিনই এর আগে বলেছিল, দ্বীপরাষ্ট্রটির গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

শ্রীলঙ্কার ঘটনাবলীর বিষয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ঐতিহাসিক সম্পর্ক থাকা ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। ’

প্রচণ্ড গণআন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সোমবার পদত্যাগ করেন। মাহিন্দার সরকারি বাসভবন ঘিরে সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে আন্দোলনরতরা প্রেসিডেন্টেরও পদত্যাগ দাবি করছে। সোমবার সারা দিনের সহিংস সংঘর্ষের প্রেক্ষাপটে সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করায় লিপ্তদের ওপর গুলি চালানোর জন্য সেনাদের নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat