×
  • প্রকাশিত : ২০২৪-০৬-৩০
  • ৭৯ বার পঠিত
দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। সব মিলিয়ে ১৩ বছর পর বিশ্বকাপ ও ১১ বছর পর আইসিসির কোনো ট্রফি জিতল দেশটি। দলের এমন সাফল্যে ৫১ সপ্তাহের নিরবতা ভাঙলেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখাই যায় না ধোনিকে।

নিস্ক্রিয় হয়ে পড়েছেন তিনি। রোহিতের দল বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে ধোনি লিখেছেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থেকে, বিশ্বাস ধরে রেখে তোমরা যা করেছ, সাবাস।

দেশের সব দর্শক, সারা দুনিয়ায় থাকা সব ভারতীয়দের পক্ষ থেকে বিশ্বকাপ ঘরে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। অভিনন্দন। জন্মদিনের অমূল্য উপহারের জন্য ধন্যবাদ।'
২৯ জুন কোনোভাবেই ধোনির জন্মদিন নয়।

এই উইকেটরক্ষক-ব্যাটারের জন্মদিন আগামী ৭ জুলাই। জন্মদিনের আগেই ভারতের বিশ্বকাপ জয়টি নিজের জন্মদিনের উপহার হিসেবে নিচ্ছেন তিনি। 
২০০৭ সালে এই ধোনির হাত ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। তাঁর নেতৃত্বেই ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও ঘরে তোলে ভারত। তাঁর বিদায়ের পর বৈশ্বিক আসরের আর কোনো শিরোপা জিততে পারছিল না ভারত।

অবশেষে ঘুচেছে সেই খরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat