প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন ময়েস। ফলে মৌসুমের বাকি অংশ আর খেলতে পারছেন না ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। এবার আরও বড় দুঃসংবাদ দিয়েছেন। খেলতে পারছেন না আসছে কোপা আমেরিকায়।
ইতোমধ্যে তার বদলি গোলরক্ষক হিসেবে ৩৪ বছর বয়সী রাফায়েলের নাম ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
কোপা আমেরিকার জন্য এবার প্রতিটি দলের স্কোয়াডে সদস্য সংখ্যা ২৩ থেকে বাড়িয়ে ২৬ জন করার অনুমতি দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। আগে ঘোষিত দলের সঙ্গে যোগ হয়েছে আরও তিন ফুটবলার। তাঁরা হলেন, জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার, আতালান্তার মিডফিল্ডার এদেরসন এবং পোর্তোর ফরোয়ার্ড পেপে।
কয়েকদিন আগেই ২৩ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সেই দলে চমক হিসেবেই থাকেন ১৭ বছর বয়সী এন্দ্রিক। কিন্তু এই দলে জায়গা হয়নি চোটে পড়া নেইমারসহ কাসেমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকাদের।
২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ৯বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
চার দিন পর প্যারাগুয়ে এবং ২ জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকা চলবে ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। মূল আসরের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে সেলেসাওরা। ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
এ জাতীয় আরো খবর..